16th Oct 2021
617 বার পড়া হয়েছে
প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ছবি ও ভিডিও স্টোরেজ সেবা গুগল ফটোজে থাকা ফাইলগুলোর তারিখ ও সময় সম্পাদনার নতুন ফিচার নিয়ে এসেছে। ফিচারটি এরই মধ্যে গুগল ফটোজের ওয়েব সংস্করণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটোজ একটি ‘নিউ এডিট বাটন’ দেখাবে। ব্যবহারকারী একটি ছবি বা ভিডিও ওপরের দিকে চাপ দিলেই সময় ও তারিখের যে অপশন আসে, তার পাশেই এ এডিট বাটনটি থাকবে। আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল ফটোজে এমন কোনো বাটন নেই।
অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা শুধু সময় ও তারিখে ক্লিক করেই প্রয়োজনীয় এডিট করতে পারবে। আগে গুগল ফটোজে সংরক্ষিত ছবি, ভিডিওর তারিখ ও সময় সম্পাদনা করার কোনো বিল্ট-ইন সুবিধা অ্যাপের মধ্যে ছিল না। ফলে এ কাজের জন্য ব্যবহারকারীকে বিভিন্ন অ্যাপের ওপর নির্ভর করতে হতো। কিন্তু এখন তারিখ ও সময় এডিট করার সুবিধা অ্যাপের মধ্যেই পাওয়া যাবে।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন